তালিকা তৈরী করা
তালিকা তৈরী করতে হলে প্রতিটি পয়েন্ট আলাদা আলাদা লাইনে রেখে প্রতি লাইনের শুরুতে * (তারকা) চিহ্ন দিতে হবে। যেমন ধরা যাক, বাংলাদেশে ইউনেস্কোর তালিকাভুক্ত তিনটি ঐতিহ্যবাহি স্থান রয়েছে। এই তিনটি স্থানের তালিকা তৈরী করতে হলে যেভাবে লিখতে হবে তা নিচে দেখানো হল,
যা লিখতে হবে:
* সুন্দরবন
* পাহাড়পুর বৌদ্ধ বিহার
* বাগেরহাট শহর
যেমন দেখা যাবে:
- সুন্দরবন
- পাহাড়পুর বৌদ্ধ বিহার
- বাগেরহাট শহর
সংখ্যানুক্রমিক তালিকা তৈরী করা জন্য, তারকা চিহ্নের বদলে #
(হ্যাশ) চিহ্ন দিতে হবে। যেমন,
যা লিখতে হবে:
# সুন্দরবন
# পাহাড়পুর বৌদ্ধ বিহার
# বাগেরহাট শহর
যেমন দেখা যাবে:
- সুন্দরবন
- পাহাড়পুর বৌদ্ধ বিহার
- বাগেরহাট শহর