উইকি সিন্ট্যাক্স ব্যবহার করে সম্পাদনা

উইকিপিডিয়ার সকল তথ্য উইকি সিন্ট্যক্স হিসাবে সংরক্ষিত থাকে, এবং উইকিপিডিয়ার নিবন্ধসহ অন্যান্য সকল ধরনের পাতা সম্পাদনা করার জন্য উইকি সিন্ট্যক্স ব্যবহার করা যায়। লেখা বোল্ড, ইটালিক করা সহ অন্যান্য প্রায় সকল ধানের ফরম্যাটিং করা যায় এটি ব্যবহার করে, তেব এটি HTML নয় এবং এটি ব্যবাহর করার জন্য আগে থেকেই HTML শেখার প্রয়োজন নেই।

results matching ""

    No results matching ""