নিবন্ধের অনুচ্ছেদ সম্পাদনা

উইকিপিডিয়ার নিবন্ধের তথ্যসমূহ বিভিন্ন অনুচ্ছেদে লেখা হয়ে থাকে। নিবন্ধের আকার বড় হওয়ার সাথে সাথে বাড়তে থাকে এই অনুচ্ছেদের সংখ্যা, আবার প্রয়োজন অনুযায়ী কখনো একটি শিরনামের অধিনে এক বা একাধিক শিরনামে বিষয়গুলো ব্যক্ষা করা হয়ে থাকে। সহজ ও সাবলিলভাবে তথ্য সংরক্ষন এবং উপস্থাপনের সুবিধার্থে এই কাজটি করা হয়ে থাকে। সম্পাদনা করার ক্ষেত্রও প্রতিটি অনুচ্ছেদ দিয়ে আলাদাভাবে কাজ করা যাবে।

প্রতিটি অনুচ্ছেদের নামের পাশে “সম্পাদনা” নামের লিংকটি ব্যবহার করে এই কাজটি করা যাবে। উদাহারণ স্বরূপ “ঢাকা” নিবন্ধে বিভিন্ন অনুচ্ছেদ রয়েছে। এখানে “ভূগোল” অনুচ্ছেদে অতিরিক্ত কোন তথ্য যুক্ত করতে হলে ভূগোল শিরোনামের পাশের সম্পাদনা লিংকে ক্লিক করে উপরে বর্ণিত পদ্ধতিতে সম্পাদনা করা যাবে (চিত্রে চিহ্নিত অংশে দেখুন)।

নিবন্ধের অনুচ্ছেদ সম্পাদনা

results matching ""

    No results matching ""