উইকিপিডিয়া পড়ার পদ্ধতি

উইকিপিডিয়া একটি বিশ্বকোষ। বর্তমান পৃথিবীর সবথেকে সমৃদ্ধ এই বিশ্বকোষ থেকে প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করা, সাধারণ জ্ঞান চর্চা এবং গবেষণার কাজগুলো আরও সহজে করার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করা উচিত।

বাংলাদেশ নিবন্ধ - উইকিপিডিয়া

উইকিপিডিয়ার ভুক্তি বা নিবন্ধগুলোই উইকিপিডিয়ার মূল। তবে এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষিত থাকে উইকিপিডিয়াতে। বিভিন্ন বিষয়ের ভুক্তির পাশাপাশি সম্পর্কিত তথ্যের তালিকা নিয়ে নিবন্ধ থাকে। আবার বিষয়ভিত্তিক তথ্য উপস্থাপনের জন্য বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করা হয়। আবার এটি বিষয়ের সকল তথ্য যে কেবলমাত্র একটি নিবন্ধ থেকেই জানা যাবে এমন ও নয়। ধরা যাক কেউ বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছে। স্বাভাবিকভাবেই উইকিপিডিয়ার বাংলাদেশ (http://bn.wikipedia.org/wiki/বাংলাদেশ) নিবন্ধটি ওপেন করতে করবেন। তবে বিস্তারিত জানার জন্য এই একটি মাত্র নিবন্ধটি যথেষ্ট নয়। বাংলাদেশের জন্ম এবং ঐতিহাস নিয়ে রয়েছে আলাদা একটি পূর্ণাঙ্গ নিবন্ধ (বাংলাদেশের ইতিহাস)। একইভাবে বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল, ভূগোল, অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত তথ্যসহ আলাদা নিবন্ধ রয়েছে। বাংলাদেশ নিবন্ধের বিভিন্ন অনুচ্ছেদে এই সকল বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা রয়েছে, তবে বিস্তারিত জানার জন্য মূল নিবন্ধগুলোতে যেতে হবে।

কোনো নিবন্ধ সংস্লিষ্ট সকল বিষয় সবসময় যে আলাদা অনুচ্ছেদে আলোচনা করা হবে এমন না। কখনো কখনো নিবন্ধের বিভিন্ন বাক্যের মধ্যেও এমন কিছু বিষয়ের উল্লেখ থাকে যেগুলোর বিস্তারিত ব্যাক্ষ্যা প্রয়োজন হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট ঐ শব্দের সাথে উইকিপিডিয়ায় ঐ বিষয়ে নিবন্ধের সংযোগ করে দেয়া হয়। যেমন বাংলাদেশ নিবন্ধের ইতিহাস অনুচ্ছেদে উল্লেখ করা আছে যে, তাজউদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। কিন্তু তার সম্পর্কে এর থেকে বেশি তথ্য উল্লেখ নেই। কিন্তু নিবন্ধে তার নামের সাথে উইকিপিডিয়ার নিবন্ধের একট সংযোগ তৈরী করা আছে। তাই আগ্রহী কেউ তার সম্পর্কে বিস্তারিত জানতে ঐ লিংকের মাধ্যমে মূল নিবন্ধটি দেখা যাবে।

results matching ""

    No results matching ""