ছবি সংযোজন

উইকিপিডিয়ার নিবন্ধের সাথে প্রসঙ্গিক ছবি যুক্ত করতে হয়। পাতার যে অংশে ছবি সংযোজন করা হবে, সেখানে কার্সর রেখে ছবি সংযোজনের কোড লিখতে হয়। সাধারণত [[Image:Image-File-Name.png]] লিখলে পাতার ডানপাশে Image-File-Name.png নামের ছবিটি যুক্ত হয়ে যাবে। তবে নির্দিষ্ট আকারের ছবি প্রদর্শন, ক্যাপশন লেখাসহ আরও বিভিন্ন ধরনের ফরম্যাট করা যায় ছবিটি। নিচে কিছু উদাহারণ দেখানো হল,

  • [[Image:Image-File-Name.png]] > ক্যাপশন ছাড়া পাতার ডানে একটি ছবি যুক্ত হবে
  • [[Image:Image-File-Name.png|Caption]] > পাতার ডানে একটি ছবি যুক্ত হবে এবং ছবির নিচে 'Caption' লেখা থাকবে।
  • [[Image:Image-File-Name.png|left|Caption]] > পাতার বামে একটি ছবি যুক্ত হবে এবং ছবির নিচে 'Caption' লেখা থাকবে।
  • [[Image:Image-File-Name.png|left|300px|Caption]] > পাতার বামে 300px আকারের একটি ছবি যুক্ত হবে এবং ছবির নিচে 'Caption' লেখা থাকবে।

উইকিপিডিয়ার নিবন্ধ সমূহে ছবি যোগ করার বিভিন্ন পদ্ধতি আরও বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে “ছবি ব্যবহারের নীতি” (http://bn.wikipedia.org/wiki/WP:IUP ) পাতায়।

results matching ""

    No results matching ""