ছবি আপলোড করার পদ্ধতি

নিবন্ধিত ব্যবহারকরীই কেবলমাত্র এখানে ছবি, অডিও বা ভিডিও ফাইল আপলোড করতে পারবেন।উইকিপিডিয়ায় রেডিস্ট্রেশন করার মত একই পদ্ধতিতে এখানে অ্যালাউন্ট তৈরী করা যাবে।

লগইন করার পর বাম পাশের সাইডবার থেকে "Upload a file" নামের অপশনটি ব্যবহার করে ফাইল আপলোড করা যাবে। এখানে ক্লিক করলে যে পাতাটি ওপেন হবে সেখানে ছবিটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সেটি জানতে চাওয়া হবে।

ছবিটি যদি নিজের তোলা হয়ে থাকে তবে “It is entirely my own work” লিংকটিতে ক্লিক করুন। তবে যদি ফাইলটি অন্য কোন স্থান থেকে সংগ্রহ করা হয়ে থাকে সেক্ষেত্রে “It is from somewhere else” লিংকটিতে ক্লিক করতে হবে।

results matching ""

    No results matching ""